MCS (Mamnoon Computer Systems) থেকে ক্রেতা যে পণ্য বা পণ্য সমূহ ক্রয় করবেন তার ওয়ারেন্টি থাকতে পারে বা নাও থাকতে পারে। সুতরাং ক্রেতার প্রথমেেই জানা প্রয়োজন তিনি যে পণ্যটি ক্রয় করছেন তা ওয়ারেন্টির আওতাভূক্ত কিনা। ওয়ারেন্টির আওতাভূক্ত বা ওয়ারেন্টির আওতাভূক্ত নয় পণ্যের জন্য নিচের নিয়মাবলী পড়ে নেয়া জরুরী। কারণ কোন পণ্য বিক্রির সাথে সাথে ধরে নেয়া হবে যে এই নিয়মাবলীর প্রতিটি শর্ত ক্রেতা মেনে নিচ্ছেন। এবং যদি আপনি এই নিয়মাবলীর প্রতিটি শর্ত মানতে না পারেন তবে অনুগ্রহ করে এই ওয়েবসাইট ব্যবহার করে পণ্য ক্রয় করা থেকে বিরত থাকুন।
পণ্য বিক্রির সময় যে সমস্ত পণ্যের ওয়ারেন্টি ঘোষণা করা হয় সেগুলো মুলত “ম্যানুফেকচারিং ওয়ারেন্টি”। অর্থাৎ বিক্রিত পণ্যের ওয়ারেন্টির দায়িত্ব নির্মাতা তথা মূল ব্র্যান্ড কোম্পানি বহন করে থাকে। এক্ষেত্রে MCS (Mamnoon Computer Systems) পণ্যটি ক্রেতার কাছে বিক্রি করছে মাত্র। প্রতিটি ব্র্যান্ডের এবং বিভিন্ন পণ্যের ওয়ারেন্টির শর্তাবলী ও মেয়াদ ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যা আমাদের ওয়েবসাইটে প্রতিটি পণ্যের সাথে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে।

ওয়ারেন্টির এবং রিপেয়ার/সার্ভিসিং এর শর্ত সমুহ

❂ বিক্রিত সকল পণ্যতেই ওয়ারেন্টি নেই। যে পণ্যগুলোর বিপরীতে MCS (Mamnoon Computer Systems) এর বিল/ইনভয়েস এ ওয়ারেন্টি মেয়াদ উল্লেখ করা আছে শুধুমাত্র ঐ পণ্যগুলই উল্লেখিত মেয়াদ পর্যন্ত ওয়ারেন্টি সুবিধার আওতাভুক্ত থাকবে। পণ্যে এর মোড়কে/প্যাকেটে এই সংক্রান্ত কোন লেখায় ওয়ারেন্টি কার্যকর হবে না। MCS এর বিল/ইনভয়েস এর উল্লেখ করা লেখা অনুযায়ী ওয়ারেন্টি কার্যকর হবে।
❂ পণ্যের লাইফ টাইম ওয়ারেন্টির ক্ষেত্রে যতদিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান তথা মূল ব্র্যান্ড কোম্পানি পণ্যটি উৎপাদন অব্যাহত রাখবে ততদিন ক্রেতা প্রডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টির আওতায় ওয়ারেন্টি সুবিধা পাবে। যদি পণ্যটির উৎপাদন বন্ধ হয়ে যায় তাহলে পণ্যটি ক্রয়ের তারিখ থেকে ১ বছর মেয়াদের জন্য ওয়ারেন্টির আওতাভুক্ত থাকবে।
❂ ওয়ারেন্টির আওতাভুক্ত কোন পণ্য বিক্রির পর যদি তাতে ক্রটি ধরা পড়ে, তবে মেরামতের মাধ্যমে সেই ক্রটি সারিয়ে দেয়া হয়। কোন কারণে পণ্যটি মেরামত করার অযোগ্য হলে একই মডেলের অন্য আরেকটি পণ্য দিয়ে বদলে দেয়া হতে পারে। একই মডেলের পণ্য বদলে দেবার মতন না থেকে থাকলে MCS এর কাছে আছে এমন অন্য কোন ব্র্যান্ডের সমমানের পণ্য দিয়ে বদলে দেয়া হতে পারে। একদিকে মেরামতের অযোগ্য আবার বদলে দেবার মতন একই কিংবা সমমানের পণ্য যদি MCS এর কাছে না থাকে তবে তার চেয়েও উচ্চতর কোন পণ্য দেয়া যেতে পারে।মেরামত বা বদলে দেবার মতন উল্লেখিত পণ্য MCS এর কাছে না থেকে থাকলে ক্রেতাকে তার ক্রয় মূল্যের অর্থ ফেরত দেওয়া যেতে পারে।
❂ ক্রেতা যখন পণ্যটি ব্যবহার করবেন তখন কিংবা MCS এর সার্ভিসের সময় যদি কোন সফটওয়্যার বা ডাটা নষ্ট কিংবা হারিয়ে যায় তার জন্য MCS কোন দায়িত্ব নিবে না। এক্ষেত্রে ডাটা পুনরুদ্ধার বা সফটওয়্যার পুনস্থাপনের কাজের দায়িত্ত্বও MCS এর উপর বর্তাবে না।
❂ অসতর্ক ব্যাবহার, পানিতে ভিজে যাওয়া, উপর থেকে পড়ে যাওয়া, পুড়ে যাওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া প্রভৃতি কারণে কোন ক্রটি দেখা দিলে তা ওয়ারেন্টির আওতায় থাকবে না।
❂ ক্রেতা যদি প্রোডাক্ট টি নিজে খোলার চেস্টা করেন/খুলেন তাহলে তা ওয়ারেন্টির আওতায় থাকবে না।
❂ মাদারবোর্ড/মেইনবোর্ড, গ্রাফিক্স কার্ড, হার্ড ডিস্ক এবং র‌্যাম এর গায়ে ফাংগাস বা মরিচা থাকলে উক্ত মেইনবোর্ড, গ্রাফিক্স কার্ড বা র‌্যাম ওয়ারেন্টির আওতায় থাকবে না। গ্রাফিক্স কার্ড দিয়ে যদি ডাটা মাইনিং এর কাজ করা হয় তাহলে উক্ত গ্রাফিক্স কার্ড’টি ওয়ারেন্টির আওতায় থাকবে না।
❂ মনিটর বা ডিসপ্লেতে ১ থেকে ৩টি পর্যন্ত ডট হলে ওয়ারেন্টির দাবি গ্রহণ করা হয় না। ৪টি বা তার অধিক ডট হলে ক্রেতা ওয়ারেন্টি দাবি করতে পারবেন।
❂ মাদারবোর্ড এবং প্রসেসর এর ক্ষেত্রে এক বা একাধিক পিন সম্পূর্ণ বা আংশিক ভাঙ্গা, বাঁকা বা বিকৃত অবস্থায় পাওয়া গেলে পণ্যটি ওয়ারেন্টির আওতায় থাকবে না।
প্রসেসরের সাথে সর্বরাহকৃত ফ্রি কুলিং ফ্যানের জন্য ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
❂ প্রিন্টার কার্টিজ, টোনার, হেড, রোলার, ড্রাম, এলিমেন্ট কাভার, রিবন ইত্যাদি যন্ত্রাংশ ওয়ারেন্টির আওতায় পড়বে না। প্রিন্টার এর সাথে অরিজিনাল টোনার, কার্টিজ ব্যাবহার না করলে প্রিন্টারটি ওয়ারেন্টির আওতায় পরবে না। প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত কালি, ইংক কার্টিজ বা টোনার কার্টিজ ছাড়া অন্য কালি, ইংক কার্টিজ বা টোনার কার্টিজ রিফিল করলে/ব্যবহার করলে প্রিন্টারটি ওয়ারেন্টির আওতায় পড়বে না।
❂ বিক্রির সময় যে কম্পিউটার সেটআপ ও অপারেটিং সিস্টেম কাস্টমাইজেশন করে দেয়া হয় তা ওয়ারেন্টির আওতায় থাকে না।
❂ ল্যাপটপ, ডেস্কটপ কিংবা কোন পণ্য ডেলিভারির সময় MCS কোন প্রকারের পাসওয়ার্ড কিংবা সিকিউরিটি কোড প্রয়োগ করে না। ল্যাপটপ, ডেস্কটপ বা অন্য যেকোন ডিভাইসে BIOS পাসওয়ার্ড/ যে কোন ধরনের পাসওয়ার্ড এর সম্পূর্ণ দায়িত্ব ক্রেতাকে বহন করতে হবে। এটা ওয়ারেন্টির আওতায় পড়বে না।
❂ ওয়ারেন্টির আওতাধীন নয় এমন যেকোন সার্ভিসের জন্য MCS মূল্য ধার্য করতে পারবে যা ক্রেতার সম্মতি সাপেক্ষে কার্যকরী করা হবে।
❂ কোন পণ্যের সিরিয়াল/সিরিয়াল স্টিকার আংশিক বা সম্পূর্ণরূপে মুছে গেলে, উঠে গেলে বা যেকোন কারণে ক্ষতিগ্রস্ত হলে পণ্যটি ওয়ারেন্টির আওতায় পড়বে না।
❂ ওয়ারেন্টির আওতায় নেয়া কোন মেরামতের কাজ কতদিনের মাঝে সমাধান করে ফেরত দেয়া যাবে তা নিশ্চিত করে উল্লেখ করা যায় না। তা ৪/৫ দিনের মাঝেই সমাধান হতে পারে কিংবা আরও অনেক বেশী দিন সময় লেগে যেতে পারে। কারণ কোন কোন ক্ষেত্রে মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ বিশেষভাবে আমদানী করে আনতে হয় যা ৪৫ দিন পর্যন্তও সময় নিয়ে থাকে।
❂ কম্বো (যুগল) কিবোর্ড-মাউস (যে সব কিবোর্ড-মাউস একসাথে বান্ডেল হিসেবে বিক্রি হয়) এর ক্ষেত্রে কিবোর্ড বা মাউস যেটাই ক্ষতিগ্রস্ত/(সমস্যা) হউক না কেনো কিবোর্ড-মাউস এবং এর আনুসাঙ্গিক এক্সেসরিজ সমেত ওয়ারেন্টি দাবি করতে হবে। কেবলমাত্র কিবোর্ড বা মাউস আলাদাভাবে ওয়ারেন্টির জন্য উপস্থাপন করা যাবে না।
❂ মনিটর বা ডিসপ্লে, প্রিন্টার, স্ক্যানার, রাউটার, সুইচ ইত্যাদি এবং একই ধরনের পণ্যের পাওয়ার এডাপ্টার / পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টির আওতায় পড়বে না।
❂ Apple Mac Book এর নিজস্ব অপারেটিং সিস্টেম মুছে ফেলে বা এর সাথে অন্য অপারেটিং সিস্টেম ইনস্টল (ডুয়েল বুট) করলে পণ্যটি ওয়ারেন্টির আওতায় পড়বে না।
❂ সার্ভিস ওয়ারেন্টির ক্ষেত্রে যদি কোন যন্ত্রাংশ পরিবর্তন বা সংযোজনের প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে ক্রেতা নিজ দায়িত্বে যন্ত্রাংশ সংগ্রহ করবেন। যন্ত্রাংশ যদি বাজারে সহজলভ্য হয় তাহলে অগ্রিম মূল্য পরিশোধ সাপেক্ষে MCS এর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।
❂ ওয়ারেন্টি ছিল বা ওয়ারেন্টি ছিল না এমন পণ্যের রিপেয়ার/সর্ভিসিং: ওয়ারেন্টি এর সময় অতিক্রান্ত হবার পর ল্যাপটপ ব্যতীত অন্যান্য টুলস বা যন্ত্রাংশ রিপেয়ার বা সার্ভিসিং করা হয় না।

All Categories